ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪

বাংলাদেশ উপজেলা পরিষদের গাড়িচালকদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উপজেলা পরিষদের গাড়ি চালকদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি হুমায়ন কবির রনির সভাপতিত্ব এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান সহ সভাপতি মামুন, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।


উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম বা উন্নয়নের দেশের কাতারে পরিবেশ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া অসমাপ্ত কাজ কে উন্নয়নের মহাসড়কে উত্তাল গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতকে শক্তিশালী করে চলছেন স্থানীয় সরকার বিভাগ। জনগণের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় সরকার বিভাগ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।


এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ গঠিত হয়। উপজেলা পরিষদের কাজকে আরও ভাগ্যবান করার লক্ষ্য জিপ গাড়ি দেওয়া হয়। সরকারি সকল বিধি বিধান মেনে আমাদেরকে জীপ চালক হিসেবে নিয়োগ প্রদান করেন। প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা চেয়ারম্যান সর্বক্ষণিক ব্যস্ত থাকেন। তাদের ব্যস্ততার মাঝে আমাদেরও রাত দিন পরিশ্রম করে যেতে হয়। আমরা পরিশ্রমকে পরিশ্রম মনে করি না বিধায় চেয়ারম্যানদের সাথে সততা ও দক্ষতার সাথে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। আমাদের কিছু ন্যায্য দাবি আছে যার কোন সমাধান হচ্ছেনা। এ সময় বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সরকারী কর্চারী গণের ন্যায় বেতন-ভাতা উত্তোলন করার সুযোগ প্রদান করা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গাড়িচালক ও উপজেলা পরিষদের গাড়ি চালকদের একই মন্ত্রণালয় থেকে বেতন-ভাতার বাজেট দেওয়া, জিপিএফ অথবা সিপিএফ চালু করা, আনুষাঙ্গিক ভাতা ২২০ মাস অথবা পেনশনের আওতাভুক্ত  করা, সরকারী ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা, বেতন-ভাতা চার কিস্তির পরিবর্তে এক কিস্তির প্রদান করা, পরিবহন পুলের মতো সরকারিভাবে লাইসেন্স নবায়ন করা এবং হেভি লাইসেন্স ও হেভি স্কেল প্রদান করা। এসব দাবি দাওয়া নিয়ে সকলেই একমত পোষন করেন। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ইতিমধ্যে যে সমস্ত গাড়ি চালক মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

ads

Our Facebook Page